Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক দুই

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১২:০৯ পিএম

রাজশাহীর পুঠিয়ায় বিদেশি পিস্তলসহ দুইজন অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৫। গতকাল বুধবার রাতে পুঠিয়া-নন্দনগাছি সড়কের খলিফা পাড়া এলাকা থেকে র‌্যাব-৫ রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল তাদেরকে আটক করেন। আটককৃতদের রাতেই পুঠিয়া থানায় অস্ত্র আইনে আটক দেখিয়ে সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছে- নাটোর জেলার সদর থানার চকরামপুর এলাকার আবু জাফরের ছেলে আব্দুস সমাদ ওরফে সুজন (২৮) ও একই এলাকার হাফিজুর রহমানের ছেলে তৌহিদুর রহমান ওরফে তানভীর (২৬)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং তিন বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এ ব্যাপারে পুঠিয়া থানার পুলিশ পরিদশক খালেদ হোসেন জানান, আটকৃতদের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে পুঠিয়া থানায় অস্ত্র ও মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ