Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনার ভয়ঙ্কর রূপ : মৃত্যুতে বিশ্বে নয়া রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২১, ১০:১৪ এএম

গত ২৪ ঘণ্টায় (বুধবার) প্রাণহানি প্রথমবার ছাড়াল ১৬ হাজার। এ নিয়ে মহামারীর বছরজুড়ে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ১৯ লাখ ৮৫ হাজারের বেশি। সাড়ে ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৯ কোটি ২৮ লাখ মানুষ। বিশ্বজুড়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। টানা দ্বিতীয় দিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব।

বুধবার ৩৮শ’র বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ২ লাখ ৯৪ হাজার ছুঁইছুঁই। সোয়া দু’লাখ নতুন সংক্রমণে, আক্রান্ত দু’কোটি ৩৬ লাখের বেশি মানুষ।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ১৬শ’র কাছাকাছি মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ ভূখণ্ডে করোনায় একদিনে এতো বিপুল প্রাণহানি এটাই প্রথম। দেশটিতে মহামারিতে মোট মৃত্যু ৮৫ হাজারের মতো। দৈনিক প্রাণহানি ব্রাজিলে ১৩শ’ এবং জার্মানিতে ১২শ’ ছিল। এ পর্যন্ত করোনায় দু’লাখ ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলে।

ভারতে এ সংখ্যা ১ লাখ ৫২ হাজার; মেক্সিকোতে ১ লাখ ৩৭ হাজারের মতো। এদিন প্রথম ৮ শতাধিক মৃত্যু রেকর্ড করেছে দক্ষিণ আফ্রিকা। ৫শ’/সাড়ে ৫শ’র বেশি মানুষ মারা গেছেন পোল্যান্ড, ইতালি আর রাশিয়া। ভারত-পাকিস্তানের পর, এশিয়ায় মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে ইন্দোনেশিয়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ