Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বক্সিং প্রতিভা বাছাই

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়ণে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আওতায় বক্সিং ফেডারেশন প্রতিভাবান বক্সার (অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা) বাছাই করছে। দেশের ৬৪ জেলায় বাছাই শেষে প্রায় ১২৮ জন বক্সারকে নিয়ে ঢাকায় আবাসিক ক্যাম্প শুরু করবে তারা। আর এই চূড়ান্ত ক্যাম্পের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আটজন বক্সার নির্বাচিত করা হয়েছে। গতকাল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে নয়দিন ব্যাপী অনাবাসিক বাছাই ক্যাম্পের পর চারজন করে প্রতিভাবান বালক ও বালিকা উদীয়মান বক্সারকে সনদপত্র দেয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় বাছাই পর্ব শেষে আটজনের হাতে সনদ তুলে দেন এনএসসির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব বাদল রায়। এ সময় বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান উপস্থিত ছিলেন। একই দিনে ঢাকা বিভাগের অন্য ১১ জেলার ৪৪ জন উদীয়মান বক্সারকেও সনদপত্র তুলে দেয় হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বক্সিং প্রতিভা বাছাই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ