প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পোড়ামন-টু, এবং দহন সিনেমার নির্মাতা রায়হান রাফি এবার নির্মাণ করেছেন বাস্তব ঘটনা অবলম্বনে ওয়েব ফিল্ম ‘জানোয়ার’। সিনেমাটি আগামী ১৪ জানুয়ারী দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম সিনেমাটিকে মুক্তি পাচ্ছে। নির্মাতা জানিয়েছেন, করোনাকালে খুন ও গণ ধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাশেদ মামুন অপু, তাসকি রহমান, ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আর এ রাহুল, জামশেদ শামীম, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আরিয়া অরিত্র সহ অনেকে। ৯০ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজের টার্ন কমিউনিকেশনের ব্যানারে। রায়হান রাফি বলেন, সিনেমার গল্প বলতে চাই না। তবে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছি। ৯০ মিনিটের সিনেমা এটি। ইন্টারন্যাশনাল ফিল্মগুলোর ব্যাপ্তি মেনেই অনলাইন প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেছি। তাই একে ওটিটি ফিল্ম বলতে চাই। একটি সিনেমায় যা যা থাকে এখানেও তাই আছে। তিনি বলেন, আমাদের চারপাশে অনেক অনাকক্সিক্ষত ঘটনা অহরহ ঘটছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ করেছি। নতুন করে এমন ঘটনা যাতে না ঘটে সেই প্রত্যাশা করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।