Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ১৯ লাখ ছাড়াল বিশ্বে করোনায় মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১০:০০ এএম

করোনাভাইরাসে বিশ্বে প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এদিকে করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ আর অতি সংক্রামক নতুন ধরনের (স্ট্রেইন) মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসে সাড়ে ১৯ লাখ মৃত্যু দেখল বিশ্ব।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার ২১২ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা প্রায় ১৯ লাখ ৫৩ হাজারে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছে ৫ লাখ সাড়ে ৭৮ হাজারের মতো যা আগের দিনের চেয়ে কিছুটা কম। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ৯ কোটি ১৩ লাখ ১৬ হাজারের মতো।

এর মধ্যে গত ৭ জানুয়ারি বৈশ্বিক সংক্রমণ ৮ লাখ ৩৩ হাজার ৯৭৬ জনে স্পর্শ করে যা করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত সর্বোচ্চ। গত ৩০ ডিসেম্বর এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫ হাজার ২২০ জনের মৃত্যু হয়।

করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ২ লাখ সাড়ে ১৪ হাজার শনাক্ত এবং প্রায় সাড়ে ১৯শ’ মানুষের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ