Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলভীবাজার পৌর নির্বাচনে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতায়

মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলার ২৭ ও নারী কাউন্সিলার পদে ১০ জন

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৯:১৯ পিএম

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ছয়ফুর রহমান (সাইফুর রহমান বাবুল) ও কাউন্সিলর পদে ৮ নং ওয়ার্ড থেকে সৈয়দ মমসাদ আহমদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অপরদিকে সাধারণ কাউন্সিলর পদে যাচাই-বাছাইর সময় বাতিল ৮ জনের মধ্যে ৬ জন আপিল করলে ওই ৬ জন মনোনয়নের বৈধতা পান। ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সৈয়দ আবু ইকবাল আপিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মাসুদকে বিজয়ী ঘোষণা করা হয়।
সর্ব শেষ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মেয়র পদে ২ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলার ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জনসহ মোট ৩৯ জন। ভোট গ্রহণ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মেয়র পদে : আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান (নৌকা) এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন :
১ নং ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন পারভেজ আহমদ, পার্থ সারথী পাল, শহীদ মিয়া, শাশ্বত ব্রহ্ম রনি, মোঃ ওয়াহিদ।
২নং ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন মোঃ আসাদ হোসেন মক্কু ও মোঃ পিন্টু আহমদ।
৩ নং ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায়রয়েছেন। তারা হলেন মোঃ রাসেল আহমেদ, মোঃ রুবেল আহমদ, মোহাম্মদ নাহিদ হোসেন।
৪নং ওর্য়াড : সাধারণ কাউন্সিলর পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন মোঃ মতিউর রহমান মতিন, মনবীর রায়, সালেহ আহমদ, সুমেশ দাস জিষু।
৫নং ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন ফয়ছল আহমদ, দেলওয়ার হোসেন, মোঃ আবুল কাশেম। কোন প্রকার আপিল না করায় জায়েদ হোসেন প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেননি।
৬নং ওর্য়াড : সাধারণ কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন মোঃ সাহিন মিয়া, মোঃ জালাল আহমদ, শামীম আহমদ।
৭নং ওয়ার্ড : সাধারণ কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন আনিছুজ্জামান (বায়েছ), মোঃ জাকির হোসেন রাজা, সহিদুল ইসলাম, সারওয়ার মজুমদার ইমন, মোঃ লাভলু আহমদ।
৮নং ওর্য়াড : সাধারণ কাউন্সিলর পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন সৈয়দ সেলীম হক ও মোঃ সাজ্জাদ আহমেদ। সৈয়দ মমসাদ আহমদ মনোনয়ন প্রত্যাহর করেন।
৯নং ওর্য়াড : সাধারণ কাউন্সিলর পদে ১ জন থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মাসুদবে বিজয়ী ঘোষনা করা হয়। সৈয়দ আবু ইকবাল আপিল করেন নাই।
সংরক্ষিত নারী আসনে কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন :
১ নং ওর্য়াড (১,২ ও ৩) : নারী কাউন্সিলর পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন রোববান বেগম, নুরুন্নাহার, নাজমা বেগম, এ.এস কাঁকন (আছমা আক্তার), শ্যামলী সুত্রধর।

২ নং ওর্য়াড (৪,৫ ও ৬) : নারী কাউন্সিলর পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন শ্যামলী দাশ পুরকায়স্থ, জাহানারা বেগম।
৩ নং ওর্য়াড (৭,৮ ও ৯) : নারী কাউন্সিলর পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায়য় রয়েছেন। তারা হলেন শিল্পী বেগম, পারভীন আক্তার, জিমি আক্তার।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার পৌর নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পূরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৪ টি ভোট কেন্দ্র থেকে বাড়িয়ে ১৮ টি কেন্দ্র করা হয়েছে। যাতে ১২৫ টি বুথ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌরসভার নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ