Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মাগুরায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১১ মামলার আসামিকে ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. জুযেল বিশ্বাস (৪৫)। গত শনিবার দিনগত রাতে সদর থানার কেষ্টপুর এলাকা থেকে জুয়েল ও তার দুই সহযোগিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫০টি ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, ডিবি পুলিশের হাতে আটক মো. জুয়েল বিশ্বাস (৪৫) মাগুরা সদরের বেলনগরের মো. মোসলেম বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মাগুরা সদর, শ্রীপুর থানা এবং ফরিদপুর জেলার মধুখালী থানায় অস্ত্র, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, হত্যা, মাদক, দস্যুতাসহ বিভিন্ন অপরাধের সর্বমোট ১১টি মামলা রয়েছে। পুলিশের হাতে আটক জুয়েলের দুই সহযোগি হচ্ছে জেলার শ্রীপুর উপজেলার মালাইনগরের মো. শহিদুল ইসলামের ছেলে মো. আকিদুল ইসলাম (২০) ও সদর উপজেলার আড়পাড়ার মো. রসুল মোল্যার ছেলে মো. রাজিব মোল্যা (৩২)।
পুলিশ আরো জানায়, জুয়েল ও তার সহযোগিরা ওই এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে কেস্টপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ও তার দুই সহযোগিসহ তিনজকে আটক করা হয়। পুলিশ এসময় একটি মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ