বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদালত হতে দুই বছর কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী কহিনুর ইসলাম রুবেলকে (৩৭) ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। রুবেল উপজেলার বড় রাউতা গ্রামের সাহার উদ্দিন পাড়ার বছির উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত ২০০৯ সালের ডোমার থানার একটি চুরির মামলার পলাতক আসামী ছিল রুবেল। ঐ মামলায় রুবেলকে দোষী সাবস্ত করে বিজ্ঞ আদালত দুই বছর কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এএসআই লিটন, এএসআই শাকিল সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার আশুলিয়া এলাকায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে ডোমার থানায় হাজির করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।