Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সভাপতি আজিজুল সম্পাদক শাহীন

সাতক্ষীরা ট্রাকশ্রমিক ইউনিয়ন নির্বাচন

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারি ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমূখর পরিবেশে গত শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে বাকাল ট্রাক টার্মিনালের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভোট গ্রহণ হয়। গতকাল রোববার ভোররাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. শেখ সাইদুর রহমান। তিনি জানান, সভাপতি পদে আজিজুল হক আজিজ চেয়ার প্রতীকে ১৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মিজানুর রহমান মই প্রতীকে ১১৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। সহ-সভাপতি পদে জাহিদ রানা হাতপাখা প্রতীকে ১১৫৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। সাধারণ সম্পাদক পদে শাহাঙ্গীর হোসেন শাহীন মোটরসাইকেল প্রতীকে ২০৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। যুগ্ম-সম্পাদক পদে শাহাজান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম. সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক পদে শাহাদাৎ হোসেন, প্রচার সম্পাদক পদে সেলিম হোসেন, সড়ক সম্পাদক পদে জিয়ারুল ইসলাম জয়ী হয়েছেন।

এছাড়া, ছয়জন সদস্য যথাক্রমে মহিদুল ইসলাম, আদম আলী, নূর আলী গাইন, সাজু আহমেদ, ইদ্রিস আলী ও রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম। নির্বাচনে সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এড. মো. শফিক উদ্দিন ও এড. মো. রফিকুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ