Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাটহাজারী মাদরাসার পরিদর্শন করলেন তুরস্কের দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা

হাটহাজারী সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৬:০৯ পিএম

হাটহাজারী মাদরাসার পরিদর্শন করেছেন তুরষ্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিয়ানত ফাউন্ডেশনের উচ্চতর শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ। রবিবার ১০ জানুয়ারী সকাল ১০টায় শেখ ওয়াসি কায়া এবং মুহাম্মদ ফাতেহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসে প্রবেশ করলে তাঁদের অভ্যর্থনা জানান মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার শাহ আজহারী।এরপর তাঁরা হেফাজত আমীর শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।শেখ ওয়াসি কায়া হেফাজত আমীরকে তুরস্কের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে অবিহিত করেন।

পরে তাঁরা মাদ্রাসার দারুল হাদীস মিলনায়তনে শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর বুখারীর ক্লাসে বসেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পরবর্তীতে তাঁরা মাদ্রাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে মাদ্রাসার পরিদর্শন বইয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মজলিসে ইদারীর প্রধান মুফতী আব্দুস সালাম চাটগামী,আল্লামা শেখ আহমদ,মাওলানা শোয়াইব,মুফতী জসীম উদ্দিন,মুফতী কিফায়াতুল্লাহ,মাওলানা ওমর কাসেমী,মাওলানা ফোরকান আহমদ,মাওলানা,মাওলানা নূরুল আবছার আযহারী, মাওলানা মুহাম্মদ,মাওলানা শফিউল আলম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ