Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার চার্জ গঠন পেছালো!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৫:৫৮ পিএম

চার্জ গঠন পিছিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলার। আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আগামী ১৩ জানুয়ারি চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার দুপুরে এ আদেশ দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো. মোহিতুল হক চৌধুরী।

এর আগে রবিবার সকালে কঠোর নিরাপত্তায় মামলার ৮ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবী রাশিদা সাইদা খানম জানান, আসামীপেক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে ২দিন বাড়িয়ে চার্জগঠনের শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি নির্ধারণ করেন আদালতের বিচারক। এসময় ধর্ষণ মামালার আসামী তারেকুল ইসলাম তারেকের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন আদালতের বিচারক।

জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে গণধর্ষণ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

নির্যাতিতার স্বামীর মামলার পরিপ্রেক্ষিতে ৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে পুলিশ ৮জনকে অভিযুক্ত করে। পরে গত ৪ জানুয়ারী এ আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জগঠনের তারিখ নির্ধারিত হয় আজ ১০ জানুয়ারি। ভিকটিমের স্বামী বাদী হয়ে এসএমপির শাহপরাণ থানায় দায়ের করেছেন একটি মামলা। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মী সহ অজ্ঞাত আরও তিনজনকে করা হয় আসামি। এ পর্যন্ত মামলার ৬ জন এজাহারভুক্ত আসামি সহ কারাগারে রয়েছেন আটজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার্জ গঠন

২৭ ডিসেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ