Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত : সৈকতে ভাসছে লাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ৯:৪৪ এএম | আপডেট : ৯:৪৭ এএম, ১০ জানুয়ারি, ২০২১

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জাভা সমুদ্র সৈকতে পাওয়া গেছে আরোহীদের লাশের খণ্ডাংশ। শনিবার রাতে উদ্ধার অভিযান স্থগিতের পর রোববার সকালে আবার শুরু হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, উড়ানে থাকা ৬২ আরোহীর সবার ব্যাপারে এখনো তথ্য পাওয়া যায়নি। তারা মারা গেছেন বলে শঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি-মেইল জানিয়েছে, দ্য শ্রীবিজয় এয়ারের উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে শনিবার আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল আকাশযানটির।

স্থানীয় গণমাধ্যমের ধারণা, ওড়ার চার মিনিটের মাথায় ১০ হাজার ফুট উপর থেকে ৬০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি পড়ে গেছে।

ফ্লাইটরাডার তাদের টুইটে বলেছে, ‘আমরা ইন্দোনেশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান করছি। দ্রুত তথ্য পাওয়ার আশা করছি।’

২০১৯ সালের অক্টোবরে এই ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় লায়ন এয়ারের বিমান। তার মাত্র পাঁচ মাস পরেই ইথিওপিয়ায় আরেকটি বিমানটি বিধ্বস্ত হয়। দুটিই ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমান দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ