Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

হেরাতে তালেবান হামলায় জেলা পুলিশপ্রধান নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আফগানিস্তানের হেরাত প্রদেশের গোরিয়ান জেলায় তালেবানের হামলায় জেলা পুলিশপ্রধান নাকিবুল্লাহ সুলতানজাইসহ নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা স্থানীয় টোলো নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তালেবান সদস্যরা গোরিয়ান প্রদেশের জেলা পুলিশ সদরদপ্তর এবং সরকারি ভবনে হামলা চালায়। এসময় হতাহতের এই ঘটনা ঘটে। হেরাত প্রাদেশিক কাউন্সিলের সদস্য মোহাম্মদ সরদার বাহাদুরী বলেন, বেশ কয়েকজন তালেবান যোদ্ধা গোরিয়ান জেলার সরকারি ভবন ও পুলিশ সদর দপ্তরে কয়েক ঘণ্টা ধরে হামলা চালায়। এতে পুলিশপ্রধানসহ নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। তবে হেরাত পুলিশ সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, আফগানিস্তানে দুই দশক ধরে চলমান যুদ্ধবিরতির লক্ষ্যে গত বছরের ফেব্রুয়ারিতে কাতারে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। গত ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় আফগান সরকার ও তালেবান বেশ কয়েকটি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ