Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানশিরে তালেবানের হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

গত দুই দশকের মধ্যে এই প্রথম তালেবানরা একটি নতুন প্রদেশ পানশিরে হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, তালেবানারা বেশ কয়েকজন স্থানীয়কে অপহরণ করে। তালেবানদের প্রতিহত করতে আফগান নিরাপত্তা বাহিনীর সহায়তায় স্থানীয়রা অস্ত্র হাতে তুলে নেয় বলে জানা গেছে। কর্মকর্তারা জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় পানশির প্রদেশের উপকণ্ঠে তালেবানরা হামলা চালায়। আশপাশের নুরিস্তান, বাঘলান, বাদাখশান ও কাপিসা প্রদেশের তালিবানদের উপস্থিতি থাকলেও গত দুই দশকের যুদ্ধে তালেবানরা কখনো এই প্রদেশে হামলা করেনি। প্রাদেশিক কর্মকর্তারা বলেন, তালেবনারা আফসার জেলায় বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি দখল করে নেয়। জেলার কর্মকর্তা মোহাম্মদ সোহরাব বলেন, ৬০ জনের মতো তালেবান প্রতিবেশি নুরিস্তান প্রদেশ থেকে এসে হামলায় অংশ নেয়। তারা বেশ কয়েকজন গ্রামবাসীকে ধরে মসজিদে নিয়ে আটকে রাখে। এমন এক সময় এই হামলার ঘটনা ঘটে যখন গোটা প্রদেশে আহমদ শাহ মাসুদের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছিল। তার পরিচয় ছিলো ‘পানশিরের সিংহ’ নামে। জাতিগত তাজিক এই গেরিলা কমান্ডারের নেতৃত্বে ১৯৯০-এর দশকে তাজিকরা সারা দেশে প্রভাব বিস্তার করেছিলো। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের দুই দিন আগে আল-কায়দার আত্মঘাতি বোমা হামলায় মাসুদ নিহত হন। ভিওএ, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান-হামলা

১০ সেপ্টেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ