Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিক নির্বাচনে প্রচার শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

স্মার্ট সিটি উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনার অবদানে চট্টগ্রাম এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে তিনি নৌকায় ভোট চান। 

ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, কর্ণফুলী নদীকে রক্ষা করে পরিবেশ বান্ধব এবং হেলদি সিটিতে রূপান্তর করবো। আনুষ্ঠানিক প্রচারের গতকাল শুক্রবার প্রথম দিনে বড় দুই দলের এই দুই মেয়র প্রার্থী এসব অঙ্গীকার করেন।
আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীসহ মেয়র ও কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা প্রচার শুরু করেন। পবিত্র জুমার নামাজে মুসল্লিদের দোয়া চান প্রার্থীরা। এরপর পিতা-মাতা ও পীর মাশায়েখদের কবর জিয়ারতের মাধ্যেমে ভোটের প্রচারে নামনে বেশিরভাগ প্রার্থী।
নগরীর বহদ্দারহাটে নিজ বাড়ি বহদ্দার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় ও পারিবারিক কবরস্থানে পিতা-মাতা ও পূর্বপুরুষদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী মাঠে নামেন এম রেজাউল করিম। এক নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড ও ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য সামশুল আলম, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদসহ নেতাকর্মীরা।
এদিকে বাদ জুমা হযরত আমানত শাহ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। জেল রোড মাজার গেট বান্ডেল রোড, বংশাল রোড, ফিরিঙ্গিবাজার মোড়, কোতোয়ালী, বক্সিরহাট আন্দরকিল্লা এলাকায় তিনি গণসংযোগ ও পথসভা করেন। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।
আগামী ২৭ জানুয়ারি ভোটের দিনকে সামনে রেখে অন্যদলের মেয়র এবং ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীরা ভোটের প্রচারে নেমে পড়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ