Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের শীর্ষ ধনী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

করোনায় যে মানুষটা সবচেয়ে বেশি লাভবান হয়েছেন তার নাম এলন মাস্ক। ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী এখন টেসলা ও স্পেসএক্সের মালিক তিনি। তার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি ডলার।
২০২০ সালের জানুয়ারিতে কেউ ঘুনাক্ষরেও ভাবেনি এক বছরের মধ্যেই ১৬ হাজার কোটি ডলার আয় করবেন মাস্ক। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের ১৮ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদও কোনোদিন টপকে যাবেন তা অনুমিতই ছিলো। তবে ফ্যালকন ৯ রকেটের গতিতে তিনি বেজসের নাগাল পাবেন তা কেউ ভাবেনি। তিনি যে এখন ১৮ হাজার ৫০০ কোটি ডলারের মালিক তা হয়তো নিজেই বিশ্বাস করতে পারছেন না। তাই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হওয়ার খবর দেখে টুইটে লিখেছেন, ‘কী অদ্ভুত’। গত বছর অবিশ্বাস্য দ্রæতগতিতে টেসলার শেয়ারের দাম বৃদ্ধির ফলস্বরূপ ২০২১ সালের শুরুতেই টেসলার মার্কেট ভ্যালু দাড়িয়েছে ৭০০ বিলিয়ন ডলার। টেসলা এখন টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই, জিএম ও ফোর্ডের চেয়ে দামি কোম্পানি। গত মাসেই এসএন্ডপি ৫০০ ইনডেক্সে জায়গা পায় টেসলা। বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পেছনে মাস্ক চাইলে বেজসকে একটা ধন্যবাদও অবশ্য দিতে পারেন। ডিভোর্সের পর জেফ বেজস তার সাবেক স্ত্রীকে অ্যামাজনের ৪ শতাংশ শেয়ার (প্রায় ৩৮৩০ কোটি ডলার) দিয়েছিলেন। এতে করে বেজসের সম্পদ কিছুটা কমে যায়। নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলেন মাস্ক। সে সময় বিল গেটসের সম্পদের পরিমাণ ছিলো ১২৭ দশমিক ৭ বিলিয়ন ডলার। সূত্র : সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ