Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবীর (সা.) আদর্শ বাস্তবায়নই মানবতার মুক্তির একমাত্র পথ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২১, ৮:০৪ পিএম

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, মহানবীর (সা.) আদর্শ বাস্তবায়নই মানবতার মুক্তির একমাত্র পথ। আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (সা.) এর মাধ্যমে মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল-কুরআন দিয়েছেন। কিন্তু দ্বীন তথা মহানবীর (সা.) আদর্শ বাস্তবায়ন না থাকার কারণেই আজ দুনিয়ায় চরম অশান্তি বিরাজ করছে। দুর্নীতি, জুলুম, নির্যাতন, বর্ণবাদ, অর্থনৈতিক শোষণ, যুদ্ধ, সংঘাতে মানবতা আজ বিপর্যস্ত। প্রমাণিত হয়েছে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দ্বারা মানবতা মুক্তি আসবে না। সুতরাং কুরআন- সুন্নাহর আলোকে আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রীয় জীবনকে সুসজ্জিত করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আদর্শ বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে। আজ শুক্রবার খেলাফত মজলিস ঢাকা মহানগরীর লালবাগ জোনের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পশ্চিম হাজারীবাগ জামেয়া মা’আরেফুল কুরআন ক্যাম্পাসে ঢাকা মহানগরীর সমাজকল্যাণ সম্পাদক হাজী হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, মুফতি জুনায়েদ গুলজার, অধ্যাপক ডা. রিফাত হোসনে মালিক, অধ্যাপক মাওলানা আজীজুল হক। খেলাফত মজলিস লালবাগ জোনের সহকারী পরিচালক মাস্টার কিতাব আলী মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মাওলানা নোমান মাযহারী, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল, ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা নূরুল হক, মো. আবুল হোসাইন, মাওলানা হিফজুর রহমান, মুফতি মইনুদ্দীন যশোরী, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মাওলানা ফখরুর ইসলাম, মুফতি ফরিদ আহমদ হেলালী, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, মাওলানা সোহরাব হোসেন আতাউল্লাহ, হাফেজ মাওলানা আইঊব আলী, মুফতি আহসান শরীফ, হাফেজ মাওলানা মো. আবদুল কাদের, মুফতি মোরশেদ আলম কাসেমী, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, হাফেজ মাওলানা কাজী আবু বকর সিদ্দিক।
মাহফিলে হামদ-নাত পরিবেশন করেন দাবানল শিল্পীগোষ্ঠীল শিল্পীবৃন্দ। দোয়া-মুনাজাত করেন খেলাফত মজলিস হাজারীভাগ থানার সাবেক সভাপতি মাওলানা মো. ফজলুল হক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ