নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়নে ঢাকায় দিনব্যাপী অ্যাথলেটিক্সের প্রতিভা অন্বেষণ কার্যক্রম গতকাল শেষ হয়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা জেলার পাঁচটি উপজেলার প্রায় আড়াইশ’ উদীয়মান অ্যাথলেট এই কার্যক্রমে অংশ নেন। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া ও এনএসসি’র কোচ রাজিয়া সুলতানা অনুউপস্থিত থেকে ১০ জন বালক ও চারজন প্রতিভাবান বালিকা অ্যাথলেট বাছাই করেন। যারা বিভাগীয় পর্বে অনুশীলন করবেন। একই দিনে গোপালগঞ্জেও দিনব্যাপী অ্যাথলেট বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
তায়কোয়ান্ডো
প্রায় শতাধিক উদীয়মান ক্রীড়াবিদদের অংশগ্রহণে ব্রা²ণবাড়িয়ায় শুরু হয়েছে তায়কোয়ান্ডো প্রতিভা বাছাই কার্যক্রম। গতকাল সকাল ১১টায় জেলা ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে বাছাই ও প্রাথমিক প্রশিক্ষণ পর্বের উদ্বোধন করেন স্থানীয় জেলা প্রশাসক। এ সময় তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।