Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাথলেটিকসে নিষিদ্ধ রাশিয়া

প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আর মাত্র ১৪ দিন বাকি। অংশগ্রহণকারী দেশগুলো যেখানে নিজেদের শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে রাশিয়ার সময় কাটছে আদালতে চত্বর কেটে। বেশ ক’দিন থেকেই সংবাদমাধ্যমগুলোতে খবর, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের অভিযোগ দেশটির অ্যাথলেটদের বিরুদ্ধে। রাশিয়ার অ্যাথলেটদের মধ্যে ব্যাপকভাবে ডোপিং ছড়িয়ে যাওয়ার প্রমাণ পাওয়ার পর দেশটির অ্যাথলেটিক্স ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিক্স ফেডারেশন (আইএএএফ)। রাশিয়ার অলিম্পিক কমিটি (আরওসি) আর ৬৮টি জন অ্যাথলেট এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল। তবে উভয়পক্ষের যুক্তি শোনার পর সিএএস নিষেধাজ্ঞা বহাল রাখে। রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটদের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)। এমনকি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের দ্বিতীয় রিপোর্ট পাওয়ার পর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) রিও অলিম্পিকে রাশিয়ার সব প্রতিযোগীকেই নিষিদ্ধ করার পক্ষে ওঠা দাবি বিবেচনা করছে। সিএএসের এক মুখপাত্র বলেন, ‘সিএএস প্যানেল নিশ্চিত করেছে, আরওসি রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেটদের রিও ২০১৬ অলিম্পিক গেমসে প্রতিদ্ব›িদ্বতা করার জন্য মনোনীত করতে পারবে না।’ আগামী রোববার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আর তা হলে অলিম্পিকের সবচেয়ে বড় শক্তি ও দলের একটিকে ছাড়া এবারের রিও গেমস দেখতে হবে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়া মিলে ১৭০০ পদক জিতেছে অলিম্পিকে।
সিএএসের এ সিদ্ধান্তে অলিম্পিক গেমস থেকেই রাশিয়ার নির্বাসিত হওয়ার শঙ্কা বেড়ে গেল। ক্রীড়া দুনিয়ার অন্যতম পরাশক্তি রাশিয়া অলিম্পিকে অংশ নিতে না পারলে তা হবে অলিম্পিকের জন্য বড় ধরনের আঘাতই। যদিও এর দায় রাশিয়ারই। একেবারে সরকারি পৃষ্ঠপোষকতায় ডোপিং কেলেঙ্কারির অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে। রাশিয়া অবশ্য এখনো নিজেদের নির্দোষ দাবি করে যাচ্ছে। সিএএসের রায়ের পর ক্ষোভ প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অবশ্যই এই সিদ্ধান্তের ব্যাপারে আমরা ক্ষুব্ধ। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আমাদের সব অ্যাথলেটকেই দোষী বানিয়েছে। ঢালাওভাবে সবাইকে দায়ী করার ব্যাপারটি অবশ্য গ্রহণযোগ্য নয়।’ তারকা পোল ভোল্টার ইয়েলেনা ইসিনবায়েভা সিএএসের এই সিদ্ধান্তকে রাশিয়ান অ্যাথলেটিকসের ‘শেষকৃত্য’ হিসেবে অভিহিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাথলেটিকসে নিষিদ্ধ রাশিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ