বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর কেন্দ্রীয় কারাগারে শামীম ওরফে সমীর (৩০) নামে ভারতীয় বন্দির মৃত্যু হয়েছে।
গতকাল কারাভ্যন্তরে গোসল করতে গিয়ে মারা যান তিনি। এই তথ্য কারা কর্তৃপক্ষের। তার বাড়ি ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর। তিনি শ্রীনগরের ধনেন্দ্রনাথের ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান বলেন, সমীর ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। ওই মামলায় রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঐ সালে ৬ মার্চ সমীরকে একবছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। এরপর থেকে তিনি ফেনী কারাগারে ছিলেন।
২০২০ সালের মার্চ মাসে সমীরকে ফেনী থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ভারতীয় নাগরিক সমীরের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেওয়া হয়। কিন্তু তারা সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দি ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।