Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা করতে চায় আমেরিকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৭:৩০ পিএম

দেশের উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন আমেরিকা। বুধবার (০৬ জানুয়ারি) আমেরিকান দূতাবাস (পাবলিক অ্যাফেয়ার্স সেকশন)-এর তিন সদস্য-বিশিষ্ট প্রতিনিধি দল এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মধ্যে অইউজিসিতে এক আলোচনা সভায় এই আগ্রহের কথা জানানো হয়।

ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের; খাদিজা মাহামুদ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার ও রায়হানা সুলতানা, কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট, একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামস, আমেরিকান দূতাবাস, ঢাকা অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

আমেরিকান দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশন উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আগ্রহ প্রকাশ করে। একাডেমিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা, বাংলাদেশ এবং আমেরিকার বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে যোগসূত্র প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে নবীন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ প্রদান, উচ্চশিক্ষা ক্ষেত্রে অনলাইনভিত্তিক মূল্যায়ন এবং ইউজিসি’র মাধ্যমে ফুলপ্রাইট স্কলারশিপ ও ফেলোশিপ প্রদানে তথ্য প্রচার ইত্যাদি আলোচনায় প্রাধান্য পায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সহযোগিতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ