Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে আশ্রয়কেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২১, ৫:৫৯ পিএম

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রস্তুত হওয়া ৩২টি নান্দনিক ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আলী নেওয়াজ রাসেল। তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুজিববর্ষেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নবনির্মিত ৬৬৯টি ঘর ভ‚মিহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। বুধবার বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পুষণী গুচ্ছগ্রামের পাশে অপরটি হচ্ছে বিশ্বনাথ সদর ইউনিয়নের দন্ডপানিপুর গ্রামের পাশে এ দুটি আশ্রয়ন প্রকল্প তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে নান্দনিক ঘরগুলা দেখে পরিচালক আলী নেয়াজ রাসেল ভূয়সী প্রশংসা করেন। এসময় তার সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক বর্ণালী পাল, পিআইও টিটু দেবনাথ, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, তফসিলদার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ