বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যুক্তরাজ্য প্রবাসী এক নি:স্বার্থ বিনিয়োগকারী স্যার এনাম উল ইসলাম। পৈত্তিক নিবাস সিলেটের ফেঞ্জগঞ্জে। দাদা-পিতার মতো তিনিও ব্রিটিশ নাগরিক। সম্প্রতি দেশ মাতৃকার উন্নয়ন উন্নতিতে নিজের মেধা ও অর্থ নিয়ে এগিয়েছেন। নিজ এলাকায় প্রায় ১১শত কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তুলছেন মেগা প্রকল্প এর মধ্যে দিয়ে ব্যাপক আলোচিত ও গ্রহণযোগ্য এক ব্যক্তি হিসেবে এলাকা সহ ব্যাপক পরিচিতি পেয়েছেন সিলেটে। সম্প্রতি তার এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় চলছে সর্বত্র। তিনি বলেছেন, ‘‘মিনিস্টার হতে আসিনি, ফাইন্যান্স করে ফাইন্যান্স মিনিস্টার গড়ে তুলবো’’।
তার এ বক্তব্য এখন মানুষের মুখে মুখে। মানুষ ও মানুষের প্রতি ভালোবাসা থেকে এ উক্তি করেছেন বলে, মনে করছেন সচেতন মানুষ। স্থানীয় সূত্র জানায়, শ্রেষ্ঠ রেমিটেন্স প্রদানকারীর হিসেবে স্বীকৃতি পেয়েছেন সম্প্রতি স্যার এনাম। ইউরোপের বুকে নিজের ব্যবসা আর সম্মান নিয়ে মাথা উঁচু করা অবস্থান তার। এসবের মধ্যে এলাকার উন্নয়নে নিজকে মেলে ধরেছেন একান্ত আন্তরিকতায়। স্বপ্ন আর কল্পনাকে বাস্তবতায় রূপান্তরের এই কারিগর শত শত কোটি টাকা বিনিয়োগ করছেন নিজ এলাকায় কর্মসংস্থান তৈরি ও মানবতার সেবায়। নজিরবিহীন এ উদ্যোগ নিয়ে নজর কেড়েছেন দেশ- বিদেশের মিলিয়নিয়ার ও সর্বসাধারণের মনে। দেশের সাথে আত্মার সম্পর্ক তার। কেবল নাড়ির টান নয়, বাপ-দাদার কবরের পাশে শায়িত হবার লক্ষ্যে নিজের কবরের এর জায়গাও তৈরি করছেন এ ব্রিটিশ লিজেন্ড। দেশপ্রেম আর মানবতার এক অনন্য নজির তৈরি করতে চলছেন এ দেশপ্রেমিক। তার মহতী কাজগুলো সম্পাদনের জন্য গড়ে তুলেছেন ‘স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের কার্যক্রমে ফেঞ্চুগঞ্জের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত হতে চলছে। তার মতে, প্রশংসা আর বাহবা কূড়াতে নয় পরকালের রাস্তাকে সহজ ও সৌভাগ্যশীলদের সাথে অন্তর্ভুক্ত করতে "সদকায়ে জারিয়া" হিসেবে এ উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।