প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এখন আগামী ভ্যালেন্টাইন ডে’র নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ এই দিনের নাটকের বাইরে অন্য কোনো কাজে সিডিউল দিচ্ছেন না। মেহজাবিন বলেন, ভালোবাসা দিবস পর্যন্ত নাটকের টানা সিডিউল আছে। এখন এর বাইরে কোথাও কাজ করতে চাই না। এদিকে গত বছর মেহজাবিন সর্বোচ্চ সংখ্যক নাটকে অভিনয় করেন। তিনি ৪৯টি একক নাটকে অভিনয় করেছিলেন। এরমধ্যে বেশ কিছু নাটক দর্শক প্রশংসিত হয়। মেহজাবিন বলেন, আমি দর্শকদের সঙ্গে প্রতিশ্রুতি অনুযায়ী কাজের চেষ্টা করছি। সংখ্যা নয়, ভালো কাজের দিকেই আমার মনোযোগ। অল্প কাজ দিয়েও দর্শকের ভালোবাসা পাওয়া যায়। নতুন বছরেও এ ধারাবাহিকত ধরে রাখতে চাই। তিনি বলেন, গল্পের পাশাপাশি আমার চরিত্রটি কেমন তা সবার আগে দেখি। দর্শকের মনে নাটকটি কতটুকু দাগ কাটতে পারে তাও বিবেচনা করি। বর্তমানে গ্ল্যামারাস চরিত্রের বাইরে ভিন্ন ধরনের চরিত্রেও অভিনয় করছি। আমি মনে করি, বিভিন্ন ধরনের চরিত্রের মধ্য দিয়েই একজন শিল্পীকে এগিয়ে যেতে হয়। ২০২০ সাল কারো জন্যই ভালো যায়নি। কয়েক মাস কররোনার কারণে সবাইকে ঘরবন্দী থাকতে হয়েছে। নতুন বছরে এ অভিজ্ঞতা কাজে লাগাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।