Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌলিক গান নিয়ে কোটির ঘরে নিশীতা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়ার গাওয়া একটি কাভার সং কোটির ঘর পার হলেও এবার নিজের গাওয়া মৌলিক একটি গান কোটির ঘরে পা রেখেছে। গানটি হলো ‘হিয়া’। লিখেছেন এবং সুর করেছেন জাহাঙ্গীর রানা। সঙ্গীতায়োজন করেছেন শান। ইউটিউব চ্যানেল পরাণের গান-এ গানটি ২০১৭ সালের ২৬ জুন ঈদ উপলক্ষে প্রকাশের পরপরই শ্রোতা-দর্শকের মধ্যে গানটি বেশ সাড়া ফেলে। আড়াই বছরে গানটি কোটির ঘর স্পর্শ করেছে। নিশীতা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘নিজের একটা গান প্রতিষ্ঠা করার জন্য কত কিছুই না করে শিল্পীরা। আমি মনে করি, ঈশ্বর আমাকে ভালবাসেন বলে আমাকে খুব কষ্ট করতে হয়নি। গানটি দরদ দিয়ে গেয়েছি। তবে আমি বেশি আনন্দিত হতে চাইনা। কারণ, সামনের পথ দীর্ঘ। সবার আশীর্বাদ আর ভালবাসা ধরে রাখা এবং সাধনা চালিয়ে যাওয়া লক্ষ্য।’ গানটির গীতিকার, সুরকার জাহাঙ্গীর রানা বলেন, ‘নিশীতা’র কন্ঠে লোক সঙ্গীতের একটি হৃদয়স্পর্শী মেলোডিয়াস গান এটি। গানটি প্রকাশের পর দ্রুত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে শ্রোতাদের মধ্যে ছড়িয়ে পড়ে। গানটি এক কোটি ভিউর মাইলস্টোন স্পর্শ করেছে। নিঃসন্দেহে এটা অনেক আনন্দের। যেখানে শত শত গান তৈরি হচ্ছে, সেখানে কোটি শ্রোতার ভিউ পাওয়া অনেক বেশি গুরুত্ব বহন করে।’ উল্লেখ্য, এর আগে নিশীতা’র কন্ঠে আবারো গাওয়া আরতি মুখার্জির ‘তখন তোমার একুশ বছর বোধয়’ (প্রায় এক কোটি চল্লিশ লক্ষ) ও লতা মুঙ্গেশকরের ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো’ (প্রায় এক কোটি সত্তর লক্ষ) গানটি কোটির ঘর স্পর্শ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ