প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চট্টগ্রামের আঞ্চলিক গানে কন্ঠ দিলেন সঙ্গীতশিল্পী নিশীতা বড়ুয়া। গানের শিরোনাম ‘সামাজিক সম্প্রীতি’। গানটি লিখেছেন আশিক বন্ধু। সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। গানটির রেকর্ডিং শেষে স্টুডিওতেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন জাফর আল মামুন। গানটি প্রসঙ্গে নিশীতা বড়ুয়া বলেন, ‘আজকাল সামাজিক সম্প্রীতি কমে যাচ্ছে মানুষের মধ্যে। এই সম্প্রীতির কথা বলা হয়েছে গানটিতে। আসলে যেকোন বার্তা গানের মাধ্যমে বললে তা শ্রোতাদের মনে বেশি প্রভাব ফেলে। চট্টগ্রামের ভাষায় গানটি করে খুবই ভাল লেগেছে। এর আগেও চট্টগ্রামের ভাষায় গান গেয়েছি। কিন্তু এটা অন্যান্য গানের চেয়ে একটু ব্যতিক্রম। আশিক বন্ধু বলেন, ‘এই গান আমার জীবনের সেরা গান। গানটি আমাকে মানুষ, মানবতা ও সততা নিয়ে ভাবিয়েছে। এমন ভালো গান নিয়মিত লিখে যেতে চাই।’ সঙ্গীত পরিচালক সুমন কল্যাণ বলেন, ‘নিশীতা সবসময়ই ভালো গায়। এর আগেও আমার সুর সঙ্গীতে বেশকিছু গান গেয়েছে। এই গানটিও তার কন্ঠে অসাধারণ হয়ে উঠেছে। গানের কথাও চমৎকার। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ এদিকে নিশীতা’র ‘হিয়া’ গানটি এরইমধ্যে এক কোটি ভিউয়ার্স উপভোগ করেছে। তার গাওয়া কোন মৌলিক গান এবারই প্রথম কোটি’র ঘর অতিক্রম করলো। এর আগে নিশীতা’র কন্ঠে আবারো গাওয়া আরতি মুখার্জির ‘তখন তোমার একুশ বছর বোধয়’ (প্রায় এক কোটি চল্লিশ লাখ) ও লতা মুঙ্গেশকরের ‘আজ মন চেয়েছে আমি হারিয়ে যাবো’ (প্রায় এক কোটি সত্তুর লাখ) গানটি কোটির ঘর স্পর্শ করে। সম্প্রতি দু’টি স্টেজ শো’তেও পারফর্ম করেছেন তিনি। নিশীতা জানান, আপাতত কোন স্টেজ শো নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।