Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন গান নিয়ে নিশীতার তৃতীয় অ্যালবাম

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তিনটি গান নিয়ে সঙ্গীতশিল্পী নিশীতা বড়–য়া তার তৃতীয় একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। অ্যালবামের জন্য অন্য গীতিকার এবং সুরকারের পাশাপাশি নিশীতা নিজেও গান লিখেছেন এবং সুর করেছেন। নিশীতা তার নতুন গান নিয়ে আশাবাদী। উল্লেখ্য, নিশীতা বড়–য়ার দুুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। একটি ২০০৬ সালে প্রকাশিত ‘বন্ধু তোমায় মনে পড়ে’ ও অন্যটি ২০০৭ সালে ‘আমায় নিয়ে চলো’। এরপর থেকে বিভিন্ন সময়ে নতুন অ্যালবাম করার পরিকল্পনা করলেও তার তৃতীয় অ্যালবাম বাজারে আসেনি। এবার এই অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছেন। এদিকে নিশীতা চ্যানেল আইয়ে শুরু হওয়া মিউজিক্যাল প্রিমিয়ার লিগ রিয়েলিটি শোতে ঢাকা বিভাগ থেকে অংশগ্রহণ করছেন। তার সাথে রয়েছেন চার সদস্য শাহানজে, নাফিস, আলসাবা ও মাটি। নিশীতা বলেন, ‘খুব চ্যালেঞ্জিং একটি প্রতিযোগিতা এমপিএল। শেষ পর্যন্ত কী হয় ঈশ্বরই ভালো জানেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন গান নিয়ে নিশীতার তৃতীয় অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ