বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের নয় উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত হচ্ছে এক হাজার চারশ ৭০ টি ঘর। এঘ ঘর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ মাহবুব হোসেন। এসময় তিনি কাজের মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
জেলার সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী পরিদর্শন শেষে সুবিধাভোগীদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এরই মধ্যে প্রায় ৯০ ভাগ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, আমরা আশা করছি সরকার নির্ধারিত সময়ে অর্থাৎ এই মাসে যেকোন দিন বা সুবিধাজনক সময়ে আমরা হস্তান্তর করতে সক্ষম হবো।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, সদরপুর উপজেলা নির্বঅহী অফিসার পূরবী গোলদারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুবিধাভোগী জনতা উপস্থিতি ছিলেন।
এর আগে তারা মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের নড়িখালী, এবং জেলা সদরের কানাইপুর ইউনিয়নের কোষাগোপালপুর গ্রাম পরিদর্শন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।