Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিকের নির্দেশনা মানার তোয়াক্কা করছেন না রিক্সা চালক সহ কয়েক ধরনের গাড়ি!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ৮:০০ পিএম | আপডেট : ৮:০১ পিএম, ২ জানুয়ারি, ২০২১

কোন নির্দেশনা মানার তোয়াক্কা করছেন না সিলেটে রিক্সা চালাক সহ কয়েক ধরনের গাড়ি। গত দুই সপ্তাহ আগে মাইকিং, সপ্তাহখানেক আগে নিষেধাজ্ঞার সাইনবোর্ড স্থাপন সহ প্রচার-প্রচারণা আর কঠোর নির্দেশনার পরও এ অবস্থা সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্রা পর্যন্ত। নতুন বছরের প্রথম দিন রিকশা সহ কয়েক ধরনের গাড়ি চলাচল বন্ধ হওয়ার কথা থাকলেও দুইদিন থেকে এ রাস্তায় চলছে এসব গাড়ি অবলীলায়। তবে শনিবার (২ জানুয়ারি) দুপুরে একটি অভিযান চালায় সিলেট সিটি কর্তৃপক্ষ। খোদ অভিযানের সময়ও এ রাস্তায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল করেছে দিব্যি। এ ব্যাপারে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের সিদ্ধান্ত মানতে হবে, সেই ব্যবস্থাও করা হবে। চালানো হবে ঝটিকা অভিযান। নগরীর কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা- সড়কটি নামে ‘ভিআইপি’ না হলে প্রাণকেন্দ্রে হওয়ায় তা এটি জনগুরুত্বপূর্ণ। এ সড়ক বর্ধিতকরণ ও সংস্কার সহ জৌলুস রক্ষায় নানা প্রকল্প গ্রহণ করেছে সিসিক। এতে সর্বাত্মক সহযোগিতা করছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, সিসিক পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিল। পুলিশ যদি সহযোগিতা না করে তাহলে এ সড়ক যানজট মুক্ত করা কঠিন।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, সিসিক সিদ্ধান্ত নিয়েছিল ১লা জানুয়ারি থেকে জিন্দাবাজার-চৌহাট্টা এলাকা দিয়ে রিকশা-ভ্যান চলাচল করতে পারবে না। সিসিক এসব বিষয়ে আমাদের সাথেও পরামর্শ করেছিল। সিসিক চাইলে যে কোনো সময় ট্রাফিক পুলিশ সহযোগিতা করবে।

এদিকে, সিসিকের এ সিদ্ধান্তে বেঁকে বসেছেন রিকশাচালক ও মালিকরা। সিসিকের এমন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত ২৮ ডিসেম্বর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ৩১ ডিসেম্বর মানববন্ধনের আয়োজন করেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, সিলেট সিটি কর্তৃপক্ষ বন্দরবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ