মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ডিঙি নৌকায় ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে চার গুণ বেড়েছে। সম্প্রতি প্রকাশিত আনুষ্ঠানিক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য। ২০২০ সালে এ উপায়ে অভিবাসী হয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ছিল ৮ হাজার ৪০০, ২০১৯ সালে যে সংখ্যা ছিল ১ হাজার ৮৪৪। বরফ শীতল তাপমাত্রা তত্ত্বেও উত্তর ফ্রান্স থেকে গত বৃহস্পতিবার সকালে চারটি নৌকা দিয়ে ৩৩ জন পৌঁছেছে যুক্তরাজ্যে। এরপর বিকালে আরো ২৩ জন তাদের সঙ্গে যুক্ত হয়। তবে ডিঙি নৌকায় ৩৩ জন যুক্তরাজ্যে পাড়ি জমালেও অন্য ১৭ জনকে আটকে দেয় ফরাসি কর্তৃপক্ষ। এছাড়া সীমান্তরক্ষীরা আরো ২৩ জনকে শনাক্ত করেছে যারা অবৈধভাবে নিউ হ্যাভেন বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেছে। যারা মূলত ডিয়েপ্পে থেকে ফেরিতে রওনা দিয়েছিল। যুক্তরাজ্যের অভিবাসন সংক্রান্ত মন্ত্রী ক্রিস ফিলিপ বলেন, বেশ ভালো ও কার্যকর আশ্রয় ব্যবস্থাসহ ফ্রান্স থাকার জন্য একটি নিরাপদ দেশ। আশ্রয় প্রার্থীদের উচিত প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছাবে সেখানেই আশ্রয় দাবি করা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।