Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘টেম্পুন ট্যাক্স’ বিলুপ্ত হচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদের পর যুক্তরাজ্যের নতুন পথচলার শুরুতেই দেশটিতে স্যানিটারি পণ্যের উপর থেকে ৫ শতাংশ ভ্যাট বিলুপ্ত হচ্ছে; যেটি ‘টেম্পুন ট্যাক্স’ নামে পরিচিত ছিল। বিবিসি জানায়, ১ জানুয়ারি ২০২১ সাল থেকে এই দেশটির নাগরিকদের এই ভ্যাট আর দিতে হচ্ছে না। স্যানিটারি পণ্য জরুরি প্রয়োজন নয় ব্যাখ্যায় ইইউ সদস্য রাষ্ট্রগুলোতে মেন্সট্রুয়াল কাপ এবং স্যানিটারি পণ্যে ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। বৃহস্পতিবার জিমএটি ২৩:০০ থেকে ইইউর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের বিচ্ছেদ সম্পূর্ণ হয়। ‘টেম্পুন ট্যাক্সের’ বিরুদ্ধে ছয় বছর আগে প্রচার শুরু করার লরা করিটন যুক্তরাজ্য সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটা লিঙ্গবৈষম্য অবসানের একটি লক্ষণ।’ বিশ্বের প্রথম দেশ হিসেবে গত বছর নভেম্বর থেকে স্কটল্যান্ড ‘ঋতুস্রাবের সময় প্রয়োজনীয় পণ্য’ বিনামূল্যে দেয়া শুরু করেছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ