Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০২ লিটার চোলাই মদসহ কুষ্টিয়ার ৪ মাদক ব্যবসায়ী র‍্যাবের জালে

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:০৯ পিএম

কুষ্টিয়া ভেড়ামারায় র‍্যাব -১২ কুষ্টিয়া ক্যাম্প অভিযান চালিয়ে ৫০২ লিটার চোলাই মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ ৩১ ডিসেম্বর র‍্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি বিশেষ অভিযানিক দল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ভেড়ামারা বাজারের উপর একদল মাদক চোরাকারবারি মাদক বহন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী ১। হরেন ঘোষ (৬৪) পিতা -মৃত হাজারী ঘোষ, সাং- সুলতানপুর, মিরপুর,কুষ্টিয়া ২। মিনারুল হক (৩৮) পিতা- জিনাত হোসেন, সাং- বাহাদুরপুর,ভেড়ামারা,৩। রানা ইসলাম(২০) পিতা- জান আলী ইসলাম, সাং - স্বরুপদহ, মিরপুর, কুষ্টিয়া ৪। হিরা লাল (৩৯) পিতা-মৃত সোনা লাল, সাং পোরাদহ দক্ষিন কাঠদহ, থানা - মিরপুর জেলা- কুষ্টিয়াদ্বয়কে ৫০২ লিটার চোলাই মদ,৫ টি মোবাইল ফোন,২ টি সিএনজি, নগদ ১৩৫০ টাকা সহ গ্রেফতার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে র‍্যাব এবং আসামীদের কুষ্টিয়া ভেড়ামারা থানায় সোপর্দ করেন। এ বিষয়ে র‍্যাব -১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন,মাদক ব্যবসায়ী যতবড় শক্তিশালী এবং চালাক হোকনা কেনো তাদের শিকর উপরে আইনের আওতায় আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মদসহ আটক

২৯ এপ্রিল, ২০২২
২৯ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ