বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে দেশি ও বিদেশী মদও মদ তৈরীর উপকরনসহ মানিক হোসেন (২৪) নামের একজনকে আটক করেছে র্যাব।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মানিক হোসেন বালিতিতা ইসলামপুর এলাকার মৃত ডাঃ আমিরুল ইসলামের ছেলে।
র্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মাসুদ রানা আটকের সত্যতা নিশ্চত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে লালপুর বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ২লিটার ৬৭৫ গ্রাম বিদেশী মদ, ৭ লিটার দেশীয় প্রস্তুতকৃত চোলাই মদও ৭৫ বোতল মদ তৈরীর উপকরণজব্দসহ হাতেনাতে মানিক কে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ও মাদক বিক্রয়ের নগদ ২হাজার ৮শত টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মদ বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে মানিক হোসেন। তার বিরুদ্দে লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।