Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২০ সালের করোনা মহামারি শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ : জার্মান চ্যান্সেলর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ৬:০৩ পিএম

জার্মান চ্যান্সেলর হিসাবে সম্ভবত তার শেষ নিউ ইয়ার্স বক্তৃতা দিলেন অ্যাঞ্জেলা মার্কেল। বললেন, ২০২০ ছিল তার চ্যান্সেলর জীবনের কঠিনতম বছর। নতুন বছরের শুভেচ্ছা-ভাষণ দিতে গিয়ে কোনো রাখঢাক না করেই সত্যি কথা সহজভাবে বলে দিলেন জার্মান চ্যান্সেলর ম্যার্কেল। তিনি বলেন, আমি অত্যুক্তি করছি না। যে বছর শেষ হতে চলেছে, তার মতো কঠিন বছর গত ১৫ বছরে অন্তত আসেনি। ২০২০ সালের করোনা অতিমারি রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতির সামনে শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। -ডয়চে ভেলে

মার্কেল বলেন, এটা ঐতিহাসিক সংকট। তার মোকাবিলা করার জন্য আপনারা সকলে আমার উপর বিশ্বাস রেখেছেন, ধৈর্য ধরে অপেক্ষা করেছেন। তাই সকলকে আমি হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যার্কেল ঠিকই বলেছেন। করোনাভাইরাস পুরো বিশ্বকে বদলে দিয়েছে। জার্মানিতে ১৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ৩২ হাজার মারা গেছেন। করোনা থামেনি। বরং আক্রান্তের সংখ্যা বাড়ছে। জার্মানি এই প্রথম একদিনে এক হাজার মানুষের মৃত্যু দেখেছে। তার ভাষণে ম্যার্কেল চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ধন্যবাদ দিয়েছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যারা সামিল হয়েছেন, সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, অসংখ্য মানুষ আমাদের বেঁচে থাকার জন্য সাহায্য করেছেন। সুপার মার্কেটে, মাল পৌঁছে দেয়ার কাজে, বাস ও ট্রেন চালিয়ে, থানায়, স্কুল, কিন্ডারগার্টেনে, চার্চসহ বিভিন্ন জায়গায় যারা কাজ করেছেন এবং করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ