বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশকে এগিয়ে নিতে কৃষিখাতে চার টাকা সুদে ঋণ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর এলাকার চাতুটিয়া গ্রামে বিনা সরিষা-৯ এর সাথে মৌ চাষ কৃষক সমাবেশ ও মাঠ দিবসে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিনা উপকেন্দ্র জামালপুর এবং ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার ব্যবস্থাপনা বোর্ডের সদস্য সাবেক ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদের সভাপতিতে আরো বক্তব্য রাখেন, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক মোকাজ্জল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মসূচি পরিচালক ডা. মো. ফারহাদুল ইসলাম, ধনবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুর, ধনবাড়ী উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।