প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পূর্ণিমা মাছরাঙ্গা টিভি’তে প্রচারিত রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারক হিসেবে আবারও কাজ করবেন। আগামী বছরের মার্চ মাস থেকে এ শো শুরু হতে যাচ্ছে। আড়াই বছর আগে তিনি এর বিচারক ছিলেন। পূর্ণিমা বলেন, এর আগেও একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করেছিলাম। সেটা ছিলো আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আবারো একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করতে যাওয়াটা আমার জন্য সম্মানেরই বলে আমি মনেকরি। কারণ, যারা অনুষ্ঠানের আয়োজক তাদের আগ্রহ ছিলো বলেই আমাকে আবারো বিচারক হিসেবে একই রিয়েলিটি শো’র জন্য চূড়ান্ত করেছেন। তিনি বলেন, করোনার কারণে বলা যায় ২০২০ ছিলো বিপর্যস্ত একটি বছর। আমরা অনেকেই আমাদের অনেক পরিচিত’জনদের হারিয়েছি। অনেক কষ্টে কেটেছে এই বছরটা। বছরের শেষপ্রান্তে এসে এবং আগামী বছরের শুরুটা আমার জন্য আবারো ব্যস্ত হয়ে উঠার বছর। পূর্ণিমা জানান, আগামী ৮ ও ৯ জানুয়ারি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার কাজ করবেন। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ফেরদৌস। একই পরিচালকের ‘জ্যাম’ সিনেমাতেও কাজ করেছেন তিনি। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। কিছুদিন আগে তিনি আল ইমরানের নির্দেশনায় প্রতিবন্ধীদের হাতে তৈরী মৈত্রী প্লাস্টিক পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানান পূর্ণিমা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।