মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কবে আসে করোনার ভ্যাকসিন? এই একটা প্রশ্নের উত্তরের জন্যই অপেক্ষা করছিল গোটা বিশ্ব। একাধিক পরিকল্পনা, ট্রায়াল ও ড্রাই রানের পর অবশেষে ইউরোপের বহু দেশে করোনার ভ্যাকসিন শুরু হয়েছে গত রোববার থেকে। এই আনন্দ দক্ষিণ জার্মানির এক পাইলট অভিনব ভাবে উদযাপন করলেন। মাঝ আকাশে তিনি বিমান ওড়ালেন এবং সিরিঞ্জের আকৃতিতে নিজের যাত্রাপথকে বাঁধলেন।
জার্মানির এই পাইলটের নাম স্যামি ক্রেমার। তিনি একটি নীল-সাদা ডায়মন্ড ডিএটোয়েন্টি এক প্রপেলর যুক্ত বিমান নিয়ে ফিদিরসহাফেন থেকে উলমে চক্কর কাটলেন। এক ঘণ্টার কিছু বেশি সময়ে তিনি ২০০ কিলোমিটার পথ অতিক্রম করলেন। ৫ হাজার ফুট উচ্চতায় গিয়ে ৭০ কিলোমিটার লম্বা এক সিরিজ্ঞ আকৃতির পথ তৈরি করলেন। তার এই ভিডিও এখন ভাইরাল। ফাইজার করোনা ভ্যাকসিন নিয়ে মানুষকে আরও সচেতন করতেই স্যামির এই অভিযান। তিনি বলছেন, ‘এখনও অনেকে করোনা টিকাকরণের বিরোধিতা করছেন। কিন্তু আমার এই কীর্তি তাদেরকে বিষয়টা মনে করিয়ে দেয়ার জন্য যে, করোনার ভ্যাকসিন আমাদের কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। করোনার জন্য আমাদের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি বড় রকমের ধাক্কা খেয়েছে।’
অন্যদিকে জানা যাচ্ছে যে, ফাইজারের পরে করোনার প্রতিষেধক মডার্নাকেও জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল আমেরিকা। সেই প্রতিষেধক নিয়েই বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন আমেরিকার এক চিকিৎসক। জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের মডার্নার প্রয়োগ শুরু হলে তিনিও তাতে অংশ নিয়েছিলেন। কিন্তু এই ভ্যাকসিন নেয়ার পরে তার শরীরে মারাত্মক ভাবে অ্যালার্জির প্রতিক্রিয়া হয়। সূত্র: ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।