Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাভালনিকে দেশে ফেরাতে আল্টিমেটাম রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৬:০৪ পিএম

বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে মঙ্গলবারের মধ্যে দেশে এসে জেল কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে হবে বলে আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে সোমবার এই চরমসীমা দেয়া হয়।

রাশিয়ায় তাকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল। নাভালনি জার্মানিতে এসে বেঁচে গিয়েছিলেন। তবে তাকে নিয়ে জার্মানি সহ ইইউ এবং রাশিয়ার বিরোধ সামনে এসেছে। জার্মানির অভিযোগ, রুশ সরকার এই বিষ দেয়ার দায় এড়াতে পারে না। প্রেসিডেন্ট পুতিন বিষ দেয়ার বিষয়টি জানতেন না, এটা হতে পারে না। এ জন্য রাশিয়ার কিছু কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি। রাশিয়াও পাল্টা জার্মানির কিছু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এখানেই বিরোধ থামেনি। রাশিয়ার জেল কর্তৃপক্ষ নাভালনিকে চরমসীমা দিল। মঙ্গলবারের মধ্যে তাকে জেল কর্তৃপক্ষের সামনে হাজিরা দিতে হবে। না হলে রাশিয়া এলেই তাকে জেলে ভরা হবে। তাদের যুক্তি, নাভালনিকে ২০১৪ সালে একটি মামলায় আদালত দোষী বলেছিল। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে বার্লিনের চিকিৎসকের একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন, নাভালনি এখন পুরোপুরি সুস্থ। তা হলে তাকে এখন দেশে ফিরতে হবে এবং জেল কর্তৃপক্ষের কাছে যেতে হবে। না এলে রাশিয়ায় পা দিলেই তাকে জেলে ভরা হবে।

নাভালনির প্রতিক্রিয়া হলো, নিবন্ধের কথা তুলে তাকে ডেকে পাঠানোর অর্থ হলো, তাকে যে বিষ দেয়া হয়েছিল, তা সরকারিভাবে স্বীকার করে নেয়া। তা হলে সে বিষয়ে ফৌজদারি মামলা কোথায়? তার মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, নাভালনি এখনো পুরো সুস্থ নন। তার পক্ষে মঙ্গলবার মস্কোর ক্রিমিনাল ইন্সপেক্টোরেটের সামনে হাজির হয়া অসম্ভব। ওরা নির্দেশ দিয়েছে। ওরাই তা পালন করুক। গত অগাস্টে বিষপ্রয়োগের ফলে নাভালনি অসুস্থ হয়ে পড়েন। দুই দিন পরে তাঁকে জার্মানি নিয়ে আসা হয়। তিনি কোমায় চলে গেছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি এখন অনেকটাই সুস্থ। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে পরীক্ষা করে দেখা গিয়েছে, নাভালনিকে বিষ দেয়া হয়েছিল। সূত্র: এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ