Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিংবলে গোলাম মোস্তাফা লেন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ৭:১১ পিএম

নতুন খেলা রিংবলের প্রীতি ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত একাদশ। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় তারা টাইব্রেকারে ১-০ গোলে হারায় ঢাকা ব্যাগ প্রস্তুত কারক মালিক সমিতি একাদশকে। এর আগে সোমবার দুপুরে রিংবল কোচেস কোর্সের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম। বিকেলে প্রীতি ম্যাচ শেষে কোচেস কোর্স ও খেলায় অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও ট্রফি তুলে দেন বাংলাদেশ রিংবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ আহমেদ, উপদেষ্টা এবং রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলমগীর ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ। এসময় রিংবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নজরুল ইসলাম ও বজলুর রহমান উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিংবল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ