Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে প্রেমের ফাদে ফেলে ১১ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ৬:৪৩ পিএম

ইমোতে এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া সাইফুল ইসলাম ওরফে জুম্মন খান (৪০) নামে এক ব্যক্তিকে রবিবার রাতে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ পবা থানার একটি দল। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার বজরুসার গ্রামে। বাবার নাম আজিজুল খান।
আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রতারক জুম্মন খান নিজেকে একজন আমেরিকা প্রবাসী পরিচয় দিয়ে রাজশাহীর পবা থানা এলাকার এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের কথা বলে গত জুন মাসে ইসলামী শরীয়াহ মোতাবেক ওই প্রতারক বিয়েও করেন। বিয়ের আগে ও পরে তিনি ওই নারীর কাছ থেকে ব্যবসায়ীক সমস্যার কথা জানিয়ে ১১ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন। পরে তার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ওই নারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে- আমেরিকা নয়, প্রতারক জুম্মন অবস্থান করছেন ঢাকার মতিঝিল এলাকায়। এরপরই পবা থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে রাজশাহী আনা হয়। সোমবার দুপুরে এই প্রতারককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতারক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ