নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দুই শতাধিক ক্লাবের প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও নারীদের অংশগ্রহণে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভিআইপি ফিটনেস ও রুশলান’স স্টুডিও’র পৃষ্ঠপোষকতায় এবারের সিনিয়র বডিবিল্ডিং প্রতিযোগিতায় ৮টি দৈহিক ওজন শ্রেণি, মাস্টার বডিবিল্ডিং ওপেন ক্যাটাগরি, মেন্স ফিজিক ৩টি দৈহিক উচ্চতার শ্রেণি এবং ওমেন্স ওপেন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে। সিনিয়র মেন্স বডিবিল্ডিংয়ে ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫ ও ৮৫+ কেজি, মেন্স ফিজিকে ১৬৬ সেমি., ১৭০ সেমি., ও ১৭০+ সেমি. দৈহিক উচ্চতা শ্রেণি। এছাড়া মেন্স মাস্টার বডিবিল্ডিং ও ওমেন্স ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে ওপেন ওয়েট ক্যাটাগরিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।