Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসে ধর্ষণচেষ্টা, লাফ দিয়ে বাঁচলেন তরুণী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

সিলেট থেকে দিরাইগামী বাসে ড্রাইভার-হেলপারের বিরুদ্ধে বাসের যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আত্মরক্ষার্থে ওই তরুণী বাস থেকে লাফ দেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে গাড়ির ভেতরে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা থানা পয়েন্টে সড়ক অবরোধ করলে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসে (সিলেট জ -১১০৭২৩) করে লামাকাজী থেকে দিরাই যাচ্ছিলেন ওই তরুণী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছালে বাসটিতে তিনি ছাড়া আর কোনো যাত্রী ছিল না। এ সুযোগে চালক ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা চালান। তরুণী প্রাণ ভয়ে বাস থেকে সড়কে লাফ দেন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তরুণী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ