Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলাদেশ-ভারতের তরুণ শিল্পীদের একযোগে কাজ করার আহ্বান দোরাইস্বামীর

কূটনৈতিক সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশ ও ভারতের তরুণ শিল্পীদের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শিল্পের মাধ্যমে মানুষকে আরো বেশি সম্পৃক্ত করা সম্ভব। গতকাল শনিবার রাজধানীতে এক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা : অন দ্য রাইট সাইড অব স্টোরি’ শীর্ষক শিল্প প্রদর্শনীর আয়োজন করে কসমস সেন্টার। সেটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় হাইকমিশনারের স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী ও কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান উপস্থিত ছিলেন।
এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও আগামী বছর বাংলাদেশ-ভারতের ক‚টনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়ে এ শিল্প প্রদর্শনীর অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। আগামী দিনেও এমন আরো উদ্যোগ নেওয়া যেতে পারে।
এই শিল্প প্রদর্শনীতে বাংলাদেশ ও ভারতের ২১ জন শিল্পীর ছবি স্থান পেয়েছে। কসমস সেন্টারে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন ২০ জন দর্শনার্থী প্রদর্শনী দেখতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় হাইকমিশনার

২২ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ