Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের সঙ্গে ভারতের রক্তসম্পর্ক

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু ঐতিহাসিক ও সংস্কৃতিগত নয় এটি রক্তসম্পর্ক। তিনি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর অদূরে সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী অর্ধশতাধিক ভারতীয় সৈনিকের আত্মত্যাগের স্মৃতিরক্ষায় নির্মিত ভাস্কর্য ‘মৃত্যুঞ্জয়ী মিত্র’ উদ্বোধনকালে একথা বলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও সীতাকুন্ডের সংসদ সদস্য দিদারুল আলমকে সাথে নিয়ে তিনি ভাস্কর্যের ফলক উন্মোচন করেন। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

এ সময় ভারতীয় হাইকমিশনারের সহধর্মিনী সংগীতা দোরাইস্বামী, ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি দীপ্তি আলংঘাট, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ২৩ লাখ টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ করা হয়।
বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, আমার বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন পাইলট হিসেবে। তার সন্তান হিসেবে আমি গর্বিত। বাংলাদেশ-ভারত মৈত্রী চিরঞ্জীব হবে উল্লেখ করে তিনি বলেন, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাংলাদেশের স্পিরিট। বাংলাদেশের জন্য তার আত্মত্যাগ এদেশের জনগণ ভুলতে পারবে না। অনুষ্ঠানে নমস্কার, আদাব এবং আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বলে বক্তব্য শুরু করেন ভারতীয় হাইকমিশনার।



 

Show all comments
  • jesmin anowara ২৩ ডিসেম্বর, ২০২০, ১:৪৪ এএম says : 0
    yes almost everyday you are killing Bangladeshi to see the Bengali blood, and to you is beautiful blood relationship, very nice. statue/idol lover government of Bangladesh is strongly supporting you
    Total Reply(0) Reply
  • Golam Kabir ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:৪৯ এএম says : 0
    সীমান্ত হত্যা শুধু বাংলাদেশের মানুষের জন্য তাছাড়া ভারতের অন্যান্য সীমান্তে এ ধরনের ন্যাক্কার জনক ঘৃণ্য হত্যাকাণ্ডের ঘটনা দেখা যায় না। সরকারের উচিত অন্যান্য দেশের দেশের সীমান্তে যে ভাবে লোকজন নিরাপদ থাকে বাংলাদেশের মানুষের সে রকম নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
    Total Reply(0) Reply
  • Golam Kabir ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:৪৯ এএম says : 0
    সীমান্ত হত্যা শুধু বাংলাদেশের মানুষের জন্য তাছাড়া ভারতের অন্যান্য সীমান্তে এ ধরনের ন্যাক্কার জনক ঘৃণ্য হত্যাকাণ্ডের ঘটনা দেখা যায় না। সরকারের উচিত অন্যান্য দেশের দেশের সীমান্তে যে ভাবে লোকজন নিরাপদ থাকে বাংলাদেশের মানুষের সে রকম নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয় হাইকমিশনার

২২ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ