বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ডক্টর মাওলানা ঈসা শাহেদী মজলিসে আমলের বৈঠকে বলেছেন, কুষ্টিয়ার এসপি তানভীর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকে ঔদ্ধত্যপূর্ণ উদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে পুরো পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন। এ ধরনের বক্তব্য প্রশাসনের কোন ব্যক্তির হতে পারে না। তার বক্তব্য নেশাখোর ও মাতালের বক্তব্যকেও হার মানিয়েছে। জনগণের ট্যাক্সের পয়সায় পরিচালিত এমন এসপির প্রয়োজন আছে বলে দেশবাসী মনে করেন না। বিশেষ করে তিনি মাদরাসা শিক্ষা ও আলেমদের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। তিনি বলেন, অবিলম্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস ও উস্কানিমূলক বক্তব্যের অপরাধে তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব থেকে সরিয়ে দিন। শুক্রবার বাদ জুমা ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে কমিটির মজলিসে আমলের (কেন্দ্রীয় কর্মপরিষদের) মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্লাহ ভূঁইয়া, অধ্যাপক ডক্টর মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, অধ্যাপক মাওলানা এ এম এম কামাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, মাওলানা ইবনে আহনাফ, মুহাম্মদ কামরুল ইসলাম বাবুল, মোস্তফা বশিরুল হাসান, অধ্যাপক মাওলানা আব্দুস সামাদজেহাদী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।