Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ রাখা টিসিবির পণ্য উদ্ধার

ডিলার ও তার প্রতিনিধি গ্রেফতার

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ৫:৪০ পিএম

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির জন্য অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে রংপুরে একজন ডিলার ও তার প্রতিনিধিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টায় নগরীর স্টেশন রোড আলমনগর কলোনিতে অভিযান চালিয়ে আলী হোসেন মুন্না নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৩’শ কেজি পিয়াজ, ৪’শ কেজি চিনি, ৫৪ লিটার সয়াবিন তেলসহ টিসিবির সিলযুক্ত বিভিন্ন ধরনের খালি বোতল, কার্টুন উদ্ধার করে। এসময় মা এন্টার প্রাইজের ডিলার আসাদুল ইসলাম ও তার প্রতিনিধি মুন্নাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

অভিযান পরিচালনাকারী রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানিয়েছেন, কতিপয় অসাধু টিসিবির ডিলার টিসিবির পণ্য নির্ধারিত মুল্যে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আলমনগর কলোনিতে অভিযান চালিয়ে ডিলার আসাদুল ও তার প্রতিনিধি মুন্নাকে গ্রেফতার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ