নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ রিংবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সাবেক সদস্য মো. শহিদুল্লাহকে সম্মাননা দিয়েছে ঢাকার গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটি। দেশের ক্রীড়াঙ্গনে নতুন খেলা রিংবল। নিজের সাংগঠনিক দক্ষতা দিয়ে এই খেলাটিকে দেশব্যাপী ছড়িয়ে দেয়ার সংকল্প নিয়ে নব-গঠিত রিংবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শহিদুল্লাহ। তিনি রিংবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় এই সম্মাননা পান। সম্প্রতি গোলাম মোস্তফা লেন পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর সম্মাননার স্মারক হিসেবে শহিদুল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় পঞ্চায়েত কমিটির সভাপতি মো. টেক্কা হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বুলবুল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।