প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের বরেণ্য তিন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা দিতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি। প্রতিষ্ঠানটির ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন গুণী ব্যক্তিত্বকে এ সম্মাননা দেয়া হচ্ছে। এবার এ সম্মাননার জন্য মনোনীত করা হয়েছেন মঞ্চসারথী আতাউর রহমান, লেখক ও গবেষক মুনতাসীর মামুন ও চিত্রশিল্পী অধ্যাপক ড. দিলারা জামান। গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৭ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৯ ও ২০ নভেম্বর শুক্র ও শনিবার উত্তরার ক্ষুদ্র ও কুটির শিল্প মিলনায়তনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মো. আতিকুল ইসলাম ১৯ নভেম্বর বিকাল ৫-৩০ মিনিটে উৎসবের উদ্বোধন করবেন। উৎসবের প্রথম দিন দেশবরেণ্য তিন গুণী মঞ্চসারথী আতাউর রহমান, লেখক ও গবেষক মুনতাসীর মামুন ও চিত্রশিল্পী অধ্যাপক ড. দিলারা জামানকে ‘গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২১’ প্রদান করা হবে। দুইদিনব্যাপী উৎসবের সমাপনী দিন ২০ নভেম্বর শনিবার কৃতি শিক্ষার্থীদের মাঝে বার্ষিক স্বীকৃতি পত্র প্রদান আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ঢাকা ১৮ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি। দুদিনের উৎসবে গীতাঞ্জলির শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার রয়েছে শিশু চিত্রশিল্পীদের চিত্র প্রদর্শনী ‘সকাল বেলার পাখি। গীতাঞ্জলির এবারের আয়োজনে সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।