Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনলাইনে আজ বশির আহমেদ সম্মাননা পদক ২০২১

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

দেশের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বশির আহমেদের ৮২তম জন্মদিন আজ ১৮ নভেম্বর। এ উপলক্ষে গত বছরের মত এ বছরও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তার পুত্র-কন্যা সঙ্গীতশিল্পী হোমায়েরা বশির এবং রাজা বশির। বশির আহমেদের ৮০তম জন্মদিনে প্রবর্তন করা হয়েছে বশির আহমেদ সম্মাননা পদক। সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের গুণী ব্যক্তিত্বদের এই সম্মানে ভুষিত করা হয়ে থাকে। এবার তৃতীয়বারের মত বশির আহমেদ সম্মাননা পদক ২০২১ প্রদান করা হয়েছে। এবার সম্মাননা পেয়েছেন সঙ্গীতশিল্পী মোহাম্মদ খুরশিদ আলম, সুরকার আনিসুর রহমান তনু, গীতিকার কবির বকুল, যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আবদুল হাকিম, সাংবাদিক মুন্নী সাহা এবং ফ্যাশন ব্যক্তিত্ব বিবি রাসেল। ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রত্যেকের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তা হোমায়রা বশির। এছাড়া এবারও আরো কিছু নতুন আয়োজনের সংযোজন করা হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। এর মধ্যে সারগাম সাউন্ড স্টেশন পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আজ রাত ৮ টায় মুক্তি পাচ্ছে নতুন ৩টি মিউজিক ভিডিও। বশির আহমেদ সুরারোপিত গান তিনটি গেয়েছেন হোমায়েরা বশির, রাজা বশির ও ইব্রাহিম খলিল। এছাড়া সুরকার গোলাম সারওয়ারের কথা ও সুরে বশির আহম্মেদকে উৎসর্গ করে একটি বিশেষ সঙ্গীত পরিবেশন করবেন হোমায়েরা বশির এবং রাজা বশির। অষ্ট্রোলিয়ার স্টুডিও হতে অনুষ্ঠানটি ভার্চুয়ালি সম্প্রচার করবেন নির্মাতা রাজা বশির এবং সারগাম সাউন্ড স্টেশন ঢাকা থেকে বশির আহমেদের একমাত্র নাতী এ্যায়মান বশির সারগাম। এছাড়া অনুষ্ঠানে আজ বশির আহমেদের গান পরিবেশন করবেন শাহনাজ রহমান স্বীকৃতি তানভীর আলম মজীব, এহসান রেজা, রাজা বশির, রুনা বশির। গানগুলো আধুনিক ভার্সনে তৈরী করেছেন রাজা বশির এবং গিটারে সহযোগীতা করেছেন অস্ট্রেলিয়ান মিউজিশিয়ান স্টিভ। শিল্পী বশির আহমেদকে উৎসর্গ করে কিছু কবিতা পাঠ করা হবে অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠানটি সন্ধালনায় আছেন কবি হাসান মাহমুদ এবং হোমায়েরা বশির। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আরটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বশির আহমেদ সম্মাননা পদক ২০২১
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ