Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

জানুয়ারিতে বিদেশি কর্মী নিয়োগ দেবে মালয়েশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

অবশেষে বিদেশি কর্মী নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশ। আগামী ১ জানুয়ারি থেকে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সারাওয়াকের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও উপমুখ্যমন্ত্রী দাতুক অমর ডগলাস উগা এম্বাস কোভিড-১৯-এর নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন শিল্প খাতে শ্রমিক সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে দেশটিতে অবৈধ প্রবেশ ও অবৈধ বিদেশি শ্রমিকের সংখ্যা অনেকাংশে কমে আসবে। মন্ত্রী বলেন, যেসব নিয়োগকর্তা বিদেশি কর্মীদের আনতে চায় তাদের কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ১৪ দিনের কোয়ারেন্টিন ফি ও কোভিড-১৯ স্ক্রিনিংসহ সব খরচ নিয়োগকর্তারা বহন করবেন। এ ছাড়া বিদেশি শ্রমিকদের দেশটিতে প্রবেশে করানোর সময় বৈধ পারমিট থাকতে হবে। শ্রমিকদের আগে থেকে কোভিড-১৯ পরীক্ষা করার প্রয়োজন নেই, কারণ যখন তারা এন্ট্রি পয়েন্টে পৌঁছাবে। তখন নিয়োগকর্তার দায়িত্ব সেখান থেকে কোয়ারেন্টিন সেন্টারে তাদের করোনা পরীক্ষার জন্য পাঠানো। যার খরচ নিয়োগকর্তা বহন করবে। তিনি আরও বলেন, বিদেশি শ্রমিকদের সারাওয়াকে প্রবেশের অনুমতি প্রদানে যদি সংক্রমণ বৃদ্ধি পায় কমিটি জনস্বাস্থ্যের ওপর সিদ্ধান্তের প্রভাব পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ